আইটি ডেস্কঃ-
ব্যবসার জন্য আমাদের নানা জায়গায় যেতে হয়। বিশেষ করে অনলাইন ব্যবসার ক্ষেত্রে তো অফিসের ধারণাটিই বিলুপ্ত হতে বসেছে। যখন যেখানে দরকার, ল্যাপটপ খুলে কাজ করতে বসে যেতে হয় সেখানেই। তাই অনেক প্রয়োজনে অনেক পাবলিক ওয়াইফাই আমাদের ব্যবহার করতে হয়। মোবাইল ডাটাতে যেহেতু অনেক খরচ হয়, তাই ফ্রি ইন্টারনেট আমাদের অনেকের কাছেই দারুণ সমাধান মনে হয়।
কিন্তু আমাদের অনেকেই এটা জানে না, পাবলিক ওয়াইফাই ব্যবহারে ফলে আমাদের ব্যবসায়িক তথ্য বেহাত হয়ে যাওয়ার সুযোগ থাকে। একটি পাবলিক নেটওয়ার্কে আপনার সাথে আরো অনেকেই কানেক্ট করছেন। এদের মাঝে কারো বাজে উদ্দেশ্য থাকলেই আপনার তথ্যের উপর চলতে পারে পায়চারি।
একটি গবেষণা বলছে, আমাদের ওয়াইফাই কেন্দ্রিক অভ্যাসগুলো খুবই বিপদজনক। প্রায় ৬০% মানুষ নির্দ্বিধায় পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন। এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করে তারা নিজেদের ইমেইলে, ফেসবুক প্রোফাইলে এমন কি ব্যাংক অ্যাকাউন্টেও লগ-ইন করে থাকেন।
সমাধান কী?
তথ্যের নিরাপত্তা হুমকি কমাতে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করুন। এক্সপ্রেস ভিপিএন, নর্ড ভিপিএন কিংবা টানেলবিয়ার-এর মতো ভিপিএনগুলো ফ্রি তেই ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে সেগুলোর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করাটাই ভালো।
চেষ্টা করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় কোনো ধরণের কোনো অ্যাকাউন্টে লগ-ইন না করতে। তাতে, আপনার তথ্যের উপর পায়চারি করলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হবে না।