
লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
২০২২-২৩ইং অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ভেলাতৈড় ভদ্রপাড়ায় এই মাঠ দিবসের আয়োজন করে। এতে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার লাইলা আরজুমান বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মৎ শামীমা নাজনীন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল, জেলা উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপপরিচালক শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা রাকিবুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম প্রমূখ।