ওসমান গনি,স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, উন্নয়নের বাতিঘর, মাদার অফ হিউম্যানিটি, সফল রাষ্টনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পাটাভোগ ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত শেষে কেক কাটার মাধ্যমে এ শুভ জন্মদিন পালন করা হয়।
এসময় জুশুরগাঁও আভারানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বই, খাতা, কলম বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষক সমিতির সাধার সম্পাদক আমজাদ হোসেন মাস্টার,
আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ আলমাস হোসেন, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য নজরুল ইসলাম, আঃলীগ নেতা হালিম মনা,ইউপি সদস্য মিজানুর রহমান, সেলিম হোসেনসহ জুশুরগাঁও আভারানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগরের নেতৃবৃন্দ।
খবর সম্পর্কে মন্তব্য করুন