
ক্রিড়া সংযোগঃ
দেশের ক্রিকেট যকন ফিনিশারের অভাবে ভুগছে, জাতীয় দলের ফিনিশারের জায়গায় আবিস্কৃত হন নাসির।
ফিনিশার সংকটের দিনে আস্থা জুগিয়ে হয়ে ওঠেন দেশ সেরা ফিনিশার। জায়গা করে নেন কোটি ক্রিকেট ভক্তরা রিদয়ে। শুধুকি ফিনিশিং! কি ছিল না নাসিরের কাছে – ফিনিশিং দেওয়ার পাশাপাশি বল ও করতেন ভালো একটা প্যাকেজ হিসেবেই এসেছিলেন বাংলার ক্রিকেটে। তবে দিন যতো গড়িয়েছে ততই নিজের র্ফম কে কাজে লাগিয়ে করেছেন নানান অ ক্রিকেট ভিত্তিক কার্যকলাপে। আর এটার প্রভাব পড়ে তার মাঠে পার্ফর্মেন্সের উপর। তার ফল হিসাবে জাতীয় দল থেকে বাদ পরেন। স্বাভাবিক ভাবেই অনেকদিন ঘরোয়া লীগ গুলোতেও সেভাবে পার্ফর্মেন্স করতে না পাললেও। গত ২বছর ধরে ফিরেছেন নিজের চিরো চেনা রুপে। বিপিএল, ডিপিএলে,এনসিএল করেছেন দারুন পার্ফর্মেন্স। এবার বিপিএলে তো ছিলেন টুর্নামেন্ট সেরার দৌড়েও তবে এসব কিছুই যথেষ্ট হয়নি নির্বাচকদের সুনজরে আসতে। যদিও নাসিরের ফিটনেস ইস্যুতেই তাকে আর ভাবেনি বোর্ড। এমন তাই বলেছে বোর্ড ।
সেই আক্ষেপ থেকেই এবার অনেকটা অঘোষিত ভাবেই দেশের ক্রিকেট কে বিদায় জানিয়ে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লীগে। যদিও যাবার আগে দেশের ক্রিকেট লীগ গুলো খেলবেন বলে জানিয়েছেন নাসির।