মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮কেজি ৫’শ গ্রাম গাঁজা ও ১০ বোতল ইস্কাফসহ রেজাউল করিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ তথ্য সুত্রে জানাযায় , বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের টেপরির বাজার এলাকায় মাদক কারবারি রেজাউল করিমের নিজ বাড়ি থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ইস্কাফসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।