কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৫ লাখ টাকার সরকারি পাবলিক টয়লেটের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, যার পাইলিংয়ের কাজে ব্যাবহার হচ্ছে শুধু ঠাট ক্লাস ইট_আর বালি, সিমেন্টের পরিমাণ অল্প কিন্তু ডেট-এস্কপেয়ার সিমেন্ট। রবিবার (১৮) সেপ্টেম্বর,এসব কাজ দেখতে গিয়ে কাজের অনিয়ম দেখে নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা, মানিক মিয়া বাবু কাজটি ভালো করতে বলেন। তিনি আরও বলেন এসব বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি দিতে। ঢালাইয়ের বিষয়ে লোকজন আরোও জানান,কাজের অনিয়ম আমরা দেখেছি, ঢালাইয়ে,বালুর পরিমাণ বেশি ,ঠাট ক্লাস ইট এবং সিমেন্টের ভাগ কম দিতে দেখেছি,সিমেন্ট হলো ডেট এস্কপেয়ার। যেহেতু টয়লেটটি জনসাধারণের জন্য উন্মুক্ত এসব কাজ করলেতো ভবন ধর্ষে যাওয়ার সম্ভবনা রয়েছে,তাই উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার জন্য বলতেছি।
খবর সম্পর্কে মন্তব্য করুন