মোঃশাহজাহান খন্দকার,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ যুব মহিলা লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সভাপতি মারসাদ আক্তার খুকি সম্মেলনের উদ্বোধন করেন। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্ব উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় জেলা যুব মহিলা লীগের সভাপতি মারসাদ আক্তার খুকি উপজেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল।
সম্মেলনে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার ও মুন্নি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য (নাগেশ্বরী ২নং ওয়ার্ড) একরামুল হক বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এজাহার আলী, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এরপর সন্ধ্যায় মারসাদ আক্তার খুকির সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় এবং সম্মেলনে শামীমা খন্দকার পারুল ফুলবাড়ী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও আম্বিয়া বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুর আক্তার ও তানিয়া খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রহিমা আক্তার নির্বাচিত হয়েছেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন