আদিতমারী প্রতিনিধি, মোঃ সুজন রানা
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ,নিউজিল্যান্ড ও পাকিস্তানের সমন্বয় ত্রিদেশীয় সিরিজ।
৭ অক্টোবর থেকে শুরু হয় ১৪ই অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় ও সিরিজটি ।
যেখানে বিশ্বকাপ শুরু হওয়ার আগে টাইগাররা নিজেদেরকে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল আটটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ভেনুতে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে এবং এরই মধ্য দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।
যেখানে, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান টি-টোয়েন্টিতে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে।
যেখানে ১৩ বার জয় পেয়েছে বাবর আজমরা ও টাইগারদের জয় মাত্র ২ টি।
অপরদিকে, বাংলাদেশ ও নিউজিল্যান্ড টি টোয়েন্টিতে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে।
যেখানে, নিউজিল্যান্ডের জয় ৯টি ও টাইগারদের জয় মাত্র ৩টি।
এই দুই দলের সাথে টি-টোয়েন্টি পরিসংখ্যান অনেকটাই পিছিয়ে আছে টাইগাররা।
পরিসংখ্যান না ভেবে টাইগাররা পারবেন কি
নিজেদের জয়ের ধারাটা ধরে রাখতে??
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (C)
নুরুল হাসান (WK)
নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, ইয়াসির আলী, আফিফ হোসেন, মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
খবর সম্পর্কে মন্তব্য করুন