বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গাছের নিচে চাপা পড়ে জাফর হাওলাদার (৪৫) নামের এক কাতার প্রবাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিনমাস আগে বাড়িতে এসেছিলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিনমাস আগে বাড়িতে আসেন।
মঙ্গলবার দুপুরে জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহুর্তেই তিনি গাছটির নীচে চাপা পড়েন। দ্রুত শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত জাফর হাওলাদারের এক ছেলে ও মেয়ে রয়েছে। সে কাতার থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়ীতে আসছিল। ছুটির মধ্যেও তিনি এলাকায় শ্রমিকের কাজ করছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।