
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে ইউসুফ শেখ (৬৫) নামে এক দিন মুজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ফকিরহাট উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় কল্পনা চক্রবর্তীর বাড়ির নারকেল গাছ থেকে পরে তার মৃত্যু হয়। নিহত দিনমুজুর ইউসুফ শেখ মধ্যবাহিরদিয়া গ্রামের মৃত কোহিল উদ্দিনের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান নিহত এর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কল্পনা চক্রবর্তীর নারকেল গাছ পরিস্কার করার জন্য উঠেন দিন মজুর ইউছুফ শেখ । নারকেল গাছটি বৃষ্টির পানিতে ভেজা থাকায় হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।