মোঃ শাহজাহান খন্দকার,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন এ পালের ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারী সিন্ডিকেট বাহিনীর হোতা মইনুল অত্যন্ত গোপনে জব্দকৃত বালু বস্তুায় ভর্তি করে ও ট্রাক যোগে অন্যত্র পাচার করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি জানার পর প্রশাসনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
উল্লেখ্য, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় একটি বালু খেকো সিন্ডিকেট মইনুল (বিদেশি)এর নেতৃত্বে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিল। ব্রম্মপুত্রে জেগে ওঠা ভূমির মালিকগণ অবৈধ বালু উত্তোলনে তাদের জমির ক্ষতি হচ্ছে মর্মে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) উলিপুর কাজী মাহমুদুর রহমান ঘটনা স্থলে অভিযান চালান এবং আনুমানিক ৫ লাখ সিএফটি বালুর দুটি স্তুপ জব্দ করে লাল পতাকা উড়িয়ে দেন। যা সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে বিক্রয় করার জন্য উলিপুর ভূমি অফিস ও হাতীয়া ইউনিয়ন তহসীল অফিসে প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে অবৈধভাবে বালুউত্তোলন কারী সিন্ডিকেট বাহিনীর হোতা মইনুল একটি প্রভাবশালী মহলের ইঙ্গিতে ম্যাজিস্ট্রেট কতৃক জব্দকৃত ওই বালুর স্তুপ থেকে লাল পতাকা উপড়ে ফেলে এসব বালু বস্তায় ভর্তি ও বিভিন্ন ট্রাক যোগে অন্যত্র সরিয়ে নেয়া শুরু করে। এরপর বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনের নজরে আনলে প্রশাসন নড়ে চরে বসে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) উলিপুর কাজী মাহমুদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যতদ্রুত সম্ভব অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।
বিষয়টি স্থানীয় সচেতন মহলে জানাজানি হলে, অনেকেই এ ঘটনাকে প্রশাসনের সাথে সিন্ডিকেট বাহিনীর ধৃষ্টতা পূর্ণ আচরণ বলে মন্তব্য করেন।