গাইবান্ধা জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার (৭৪) অসুস্থজনিত কারণে রোববার (৭ মে) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তা দিয়েছেন। বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় তিনি বলেছেন, আব্দুল মান্নান সরকারের মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞান করছি।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দেশমাতৃকার মুক্তির জন্য বীরত্বের সাথে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. মইনুল হাসান সাদিক তার শোকবার্তায় বলেছেন, জেলা বিএনপি সহ-সভাপতি সদর উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল সরকারের এই অকাল মৃত্যুতে মর্মাহত চিত্তে গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সরকার গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানীপাড়ার মৃত জয়নাল আবেদীন সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন