
ফারুক আহমদ,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রা:) ও স্থানীয় আউলিয়ায়ে কেরামগণের ঈসালে সাওয়াব মাহফিল পালনের নিমিত্তে ‘লামাকাজী ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ’ ২০২৪-২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকাল ৩ টায় লামাকাজী নীচ বাজারস্হ ‘কাজী অফিসে’ ওই কমিটি গঠনের লক্ষে সেএকজন জরুরি সভার আয়োজন করা করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে পূনরায় মাস্টার আফতাব উদ্দিন সভাপতি ও মাওলানা আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ,সহ সভাপতি মাওলানা হরমুজ আলী, মাওলানা ছাদিকুর রহমান মাশুক, মাস্টার নূর হুসেন তালুকদার, মাওলানা আবু তায়্যিব মো: বেলাল, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মো. জামাল উদ্দিন, মুজাহিদ আহমদ মখন, সহ সাধারণ সম্পাদক মাওলানা রাজিকুল ইসলাম, মাওলানা মো. আছমত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী শাহিনুর আমিন, জহির উদ্দিন, ক্বারি শাহিন আহমদ, অর্থ সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দাল হুসেন, মাওলানা হামিদুল হক (মাহমুদ), হাফিজ হাবিবুর রহমান (হাবিব), প্রচার সম্পাদক হাফিজ সাজ্জাদ আহমদ
সহ-প্রচার সম্পাদক ক্বারী ইকবাল হুসেন, ক্বারি ছালেহ আহমদ, ক্বারি জয়নাল আবেদিন, প্রকাশনা সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ প্রকাশনা সম্পাদক মাওলানা তজম্মুল হোসাইন খান, ক্বারি বায়েজিদ আহমদ, অফিস সম্পাদক ক্বারি মো: ছালমান আহমদ, সহ অফিস সম্পাদক মো. ইয়াকুব আলী, মো. দেলোয়ার হুসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. মানিক মিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আমির আলী, আনছার আলী, ক্বারি নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমীন, সহ সাংস্কৃতিক সম্পাদক ক্বারী শাহাব উদ্দিন (মিজান), ক্বারী আব্দুল মছব্বির, প্রশিক্ষণ সম্পাদক ক্বারি মুহিবুর রহমান, সহ- প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা কামরুল ইসলাম, ক্বারি সেলিম আহমদ।
নির্বাহী সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, মুহাম্মদ আলী, এরশাদ হুসেন, ক্বারী রায়হানুর রশিদ মিন্নত,হাফিজ গৌছ আলী, ক্বারী জামাল আহমদ, ক্বারী আব্দুল ওয়াহিদ, ক্বারী ফখরুল ইসলাম, মাস্টার জাহিদুজ্জামান, ক্বারি আবু বকর তালুকদার, হাফিজ আল-মামুন, হাফিজ মোস্তাক আহমদ, হাফিজ কছির আলী, হাফিজ মুখতার আলী, হাফিজ জালাল উদ্দীন, ক্বারি নজরুল ইসলাম, ক্বারি লায়েক আহমদ, মো: আলা উদ্দিন, মো: আলী হুসেন, মো: আব্দুল আলী, মো: এনামুল হক, মো: শফিকুল ইসলাম, মো: খালেদ আহমদ।