
ক্রিড়া সংযোগঃ
বর্তমান সময়ে বাংলার ক্রিকেটে সবচেয়ে আলোচনা নাম তাওহীদ হৃদয়। তাওহীদ হৃদয়কে ভাবা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভ। তাকে নিয়ে সবার একটা আশাও রয়েছে, পটেনশল ব্যাপারটা তার মাঝে অনূর্ধ্ব ১৯ থেকে রয়েছে।
সর্বশেষ ঘরোয়া লিগ বিপিএলে প্রথম তিন ম্যাচে ৩ ফিফটি করার পর পর এমন ️আলোচনা/হাইপ এসেছে খুশি হয়েছিকিন্তু সেই আলোচনা এখনো বেশ চলে। তাকে মোটামুটি ২০২৩ বিশ্বকাপের অটো চয়েস ও অনেকে ধরে রেখেছে।
আপনি জানলে অবাক হবেন, তাওহীদ হৃদয়ের এখন পর্যন্ত ৬ ম্যাচ ওডিআই খেলা ম্যাচ সবগুলো আয়ারল্যান্ডের সাথেই ছিল
6️*️৬ ম্যাচে ৫ইনিংসে ব্যাট করে ২৪৯ রান গড় ৪৯.৮ সবচাইতে পজিটিভ দিক স্ট্রাইক রেইট ১১১.১৬ ফিফটি ২টি সর্বোচ্চ ইনিংস ৯২
তার পরিসংখ্যান নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা না। কিন্তু সে যে ৬টি ওডিআই ম্যাচ খেলেছে সবগুলো তুলনামূলক দুর্বল দল আয়ারল্যান্ডের সাথে। তাই তাকে নিয়ে ছোট না করে আরেকটু উৎসহ দেই আমরা।
আশা করি সে ভবিষ্যতের সেরা একজন ক্রিকেটার হবে বাংলাদেশ ক্রিকেটের।সবকিছু মিলিয়ে বলাই যার বিশ্ব কাপে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে।