ক্রিড়া প্রতিনিধি
আর মাত্র কয়েক মাস,চলতি বছরের অক্টোবর মাসে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দূরতম আশর আইসিসি ওডিআই বিশ্ব কাপে।
এই বিশ্ব কাপকে সামনে রেখে ইতি মধ্যে লোগো তৈরি করে প্রকাশ করেছে আয়োজক দেশ ভারত ।
বিশ্বকাপের জন্য অনন্য দেশের মতো পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন–ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। বিশ্বকাপের আগে তো আমাদের এশিয়া কাপ আছে, আফগানিস্তান সিরিজ আছে , এখন আয়ারল্যান্ড সিরিজ আছে। প্রত্যেকটা সিরিজ নিয়েই আমরা চিন্তা-ভাবনা করছি। এত বেশি খেলা, খেলোয়াড়দের ফিটনেসও একটা চিন্তার বিষয়। সেভাবেই আমরা এগোচ্ছি। আশা করছি সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের মাঝে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করে ফেলতে পারবো
খবর সম্পর্কে মন্তব্য করুন