রংপুর সদর প্রতিনিধি, শামীম রেজা
তুচ্ছ নয় রক্ত দান বাচতে পারে একটি প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২১/১০/২০২২ শুভ উদ্বোধন হয়ে গেলো ব্লাড ফর রংপুর সদ্যপুস্করিণী শাখার।
অত্র শাখাটি উদ্বোধন করেন রংপুর সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়্যারম্যান জনাব মোঃ মাসুদার রহমান মিলন। তিনি সংক্ষিপ্ত ভাষণ দিতে গিয়ে বলেন আমি এই কাজে আপনাদের পাশে সদা সর্বদা পাশে আছি এবং থাকবো। তিনি যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অত্র শাখার সভাপতি জনাব মোঃ নাসিম আহম্মেদ ফাহিম বলেন আমাদের সমাজে যারা রক্তের কারনে অস্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। কারো যেনো রক্তের অভাবে আর মৃত্যুর দিকে ধাবিত হতে না হয় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব অবিরাম। আমরা চাই সমাজে বসবাসরত সকল মানুষের কল্যানে কাজ করে যেতে।
খবর সম্পর্কে মন্তব্য করুন