ঢাকা কলেজ প্রতিনিধি, ইমরান হোসাইনঃ ৬ই মে( শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন প্রায় ১২ হাজার পরিক্ষার্থী। ঢাকাস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তার জন্য বসানো হয়েছে হেল্প ডেস্ক।
ঢাকা কলেজের প্রধান ফটকের বামপাশে সকাল ৯টা থেকে দুপুর ১টা অবধি হেল্প ডেস্কে কাজ করেছেন ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তানসেন রুবেল এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রাকিবের নেতৃত্বে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা। এই সময় তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কেন্দ্রের আসন বিন্যাস, ক্যাম্পাসের বিভিন্ন ভবনের তথ্য সরবরাহ, কলম ও খাবার পানি সরবরাহ করেন।
এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আসা বই -খাতা, মোবাইল, ব্যাগ, মানিব্যাগ, ঘড়িসহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস রেখে টোকেনের মাধ্যমে তাদের পরীক্ষা শেষ হওয়ার পর বুঝিয়ে দেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছে, বিভিন্ন জেলার ছাত্রকল্যাণের এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক ছিলো। আমাদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছেন তারা।
এ বিষয়ে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রাকিব বলেন, ঢাকা কলেজে অন্যান্য ছাত্রকল্যাণের ন্যায় ভোলা জেলা ছাত্রকল্যাণ ও একটা পরিবার। এই পরিবারের সকল সদস্যরা মিলে আমরা ভোলা জেলা থেকে আগত ২০২২-২০২৩ সেশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য সব সময় পাশে থাকার চেষ্টা করছি। আজকের ন্যায় সামনের ২ ইউনিটের পরীক্ষায় আমাদের সার্বিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের ভোলা জেলার সকল ভাই বোনদের সার্বিক সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
খবর সম্পর্কে মন্তব্য করুন