মুবাশ্বির ইযাজ,পাটগ্রাম উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন এর বাউরা বাজার এলাকায় সানিয়াজান নদীতে লাশ ভেসে আসতে দেখে বাজারের লোকজন। বাজারের লোকজন সে লাশ উদ্ধার করে একং চারপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়সূত্রে জানা গেছে তিনি বাউরা ইউনিয়ন এর ৩ নং ওয়াডের বাসিন্দা তিনি পেশায় জেলে। সাধারণ তিনি সনিয়াজান নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালান।
আমারা স্থানীয় লোকজনের কাছে জানতে চেয়েছিলাম ও এই জেলের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো দ্বিমত আছে কি না? স্থানি লোকজন জানয় এ বিষয় এ কারও কেন দ্বিমত নেই। কারন স্থানিয় লোকজন দেখেন নি যে তার মৃত্যু কিভাবে হলো এবং কোথায় হলো তারা দেখেন নি।
খবর সম্পর্কে মন্তব্য করুন