
ক্রিড়া সংযোগঃ
বাঘের মতো লড়াই এটাকেই বলে।সাফ চ্যাম্পিয়নশিপে ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর মালদ্বীপের কাছে আজ ১৭ মিনিটেই গোল হজম।
সেই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে জিতেছে আহত বাঘের মতো দুর্দান্ত লড়াইয়ে ৪২, ৬৭ ও ৯০ মিনিটে গোল করে। গোল করে ১-৩ গোলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ভারতের ব্যাঙ্গালুরুতে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে ফেবারিটের মতো শুরু করে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ মালদ্বীপের হয়ে ম্যাচের ১৭ মিনিটে গোল করেন হামজা মোহামেদ।
বাংলাদেশের গোল হজম করে দামাল ছেলেরা জয়ের নেশায় বেয়ে যায় ।
প্রথমার্ধের শেষ দিকে গোল পরিশোধ করে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪২ মিনিটে থ্রো থেকে পাওয়া বলে হেডে গোল করেন ফরোয়ার্ড রাকিব হোসাইন।
দ্বিতীয়ার্ধে প্রাধান্য ধরে রেখে খেলে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই। তাই মুহুর্মুহু আক্রমণের ধারে ম্যাচে ১১টি কর্ণার লাভ করে বাংলাদেশ।
সাফল্য আসে ৬৭ মিনিটেও। প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী গোল করে ২-১ গোলে এগিয়ে দেন বাংলাদেশ দলকে।
এরপরে কড়া আক্রমণ শাণিয়েছে মালদ্বীপ। লেবাননের বিপক্ষে শেষদিকে ডিফেন্ডারদের ভুলে ২ গোল হজম করে বাংলাদেশ। এবার সেই ভুল করেননি তারা।
উল্টো ৯০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বদলি হিসেবে নামা মিডফিল্ডার শেখ মোরসালিন তৃতীয় গোল করেন বাংলাদেশের পক্ষে।
মাত্রা ১৮ বছর বয়সী তরুন মোরসালিনের এদিন মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ।
৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। “বি” গ্রুপে ২ ম্যাচ খেলে বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দলের পয়েন্ট ৩ করে। দুই দলই ৩ গোল হজম করেছে এবং ৩ গোল দিয়েছে।
চলমান সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে।