ওসমান গনি,স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজী তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ও সাধারন সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন এর পরিচালনায় উপজেলা শহরের ঝুমুর সিনেমা সড়ক থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে শ্রীনগর চকবাজার এসে শেষ হয় এবং এসময় প্রতিবাদ সভায় উপজেলা আঃলীগের সভাপতি ও সাঃ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যেকে হত্যার হুমকি প্রদানকারী কে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন, উপজেলা আঃলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাঃ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, যুগ্ম সাঃ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, নাজমুল তালুকদার, জুয়েল লস্কর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাঃ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, যুগ্ম সাঃ সম্পাদক অনিক ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাওন খান, সাবেক সাঃ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স, শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাঃ সম্পাদক সোহেল সাহরিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের ৩শতাধিক নেতাকর্মী।
খবর সম্পর্কে মন্তব্য করুন