ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬ মাসে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আব্দুর রব সহ ৩জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সোমবার(১০অক্টোবর)দিবাগত রাতে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই রিপন মিয়া,এএসআই রমজান মিয়া,এএসআই আমজাদ হোসেন,সংগীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ৬ মাসে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আব্দুর রব(৪৩), পিতা-সাইজুদ্দিন বেপারী,গ্রাম- নয়ানগর,ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুমন(২৫),পিতা-জজ মিয়া বেপারী,গ্রাম-চর বয়রাগাদী, এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী সাইম শেখ(২৬), পিতা-ছিদ্দিক শেখ,গ্রাম- রামকৃষ্ণদি,রুবিনা আক্তার, স্বামী-এইচ,আর হারুন গ্রামঃচর পানিয়া,সর্ব থানা-সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জে গ্রেফতার করেন।এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ৪জন আসামীকে গ্রেফতার করি।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন