
ওসমান গনি,স্টাফ রিপোর্টার
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষে এবং বিএনপি-জামায়াতের অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলা আওয়ীমীলীগ ও তার বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
এ গণসমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল।
এছাড়া বক্তব্য রাখেন মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালাম,বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, জেলা মহিলা যুবলীগের সভাপতি মোর্শেদা বেগম লিপি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, গজারিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি রেফায়াতউল্লাহ তোতা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস, মকবুল হোসেন, মহসিনা হক কল্পনা, আরিফুর রহামান, ফরিদা ইয়াছমিন, মনিরুজ্জামান মনির, মো: জাহিদ হাসান, শরিফুজ্জামান শরিফ প্রমূখ।
গণসমাবেশ শেষে মঞ্চস্থল থেকে বিএনপি-জামায়াতের অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল এক মিছিল শহরের কাচারি এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।