ওসমান গনি,স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টঙ্গীবাড়িথানার ওসি রাজিব খান। জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর সার্কেল) মিনহাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন