ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মেঘনা কুমিল্লা বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখা কর্তৃক গঠনতন্ত্র বহির্ভূত ও টাকার বিনিময়ে রাতের আঁধারে অযোগ্য, বয়স্ক ও বিবাহিতদের দিয়ে মেঘনা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল (১ মে,২০২৩) সোমবার সকাল ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলার সাবেক সভাপতি এস এইচ সাঈদ এর নেতৃত্বে মেঘনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
নবগঠিত ছাত্রলীগ কমিটি নিয়ে ‘এস এইচ সাঈদ সাংবাদিকদের তার লিখিত বক্তব্যে বলেন, অদ্য ২৪-০৪-২০২৩ইং ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ রাত ১২ ঘটিকায় প্রেস রিলিজের মাধ্যমে মেঘনা উপজেলা ছাত্রলীগের যে কমিটি দিয়েছে তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ অবৈধ কমিটি দেওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন প্রকার নোটিশ/সম্মেলন ছাড়া বিবাহিত, অযোগ্য, অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে কমিটি, মেঘনা উপজেলার রাজপথের ছাত্রলীগের কর্মীরা অবৈধ প্রক্রিয়ায় ঘোষিত কমিটি মানবো না, মানি না। পাশাপাশি ত্যাগী, পরিশ্রমী, পরিমলা ছাত্র নেতাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হউক। তা না হলে এই অবৈধ কমিটি ও জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী তথাকথিত উক্ত ছাত্রলীগ কমিটির সভাপতি -মোহাসিন সোহাগের ছাত্রলীগ করার বয়স উত্তীর্ণ হয়েছে। মোহাসিন সোহাগের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এসএসসি সার্টিফিকেট এর বয়স, নাম ও তার পরিবারের সদস্যদের সাথে তার ভোটার আইডি কার্ডের কোনো মিল নেই।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হাসান শরিফ, সাধারণ সম্পাদক শফিক দেওয়ান, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও দপ্তর সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন