
ওসমান গনি,স্টাফ রিপোর্টার
লুটেরচর হাজ্বী জিল্লুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র আশিক রহমান রিফাত সাহেবের উদ্যোগে লুটেরচর ও দড়ি লুটেরচর ওয়ার্ডে যারা কুরবানী দিতে পারে নাই তাদেরকে আজ দুপুর ১২ঘটিকা থেকে বিকাল ৩ঘটিকা পর্যন্ত ৫০০ কেজি গরুর মাংস বিতরণ করেন। বিতরণ পর্ব সমাপ্তি কালে হাজ্বী জিল্লুর রহমান সাহেব বলেন, ‘আগামী ঈদুল আজহা তে আমার ছেলে আশিকুর রহমান রিফাতের উদ্যোগে ৪০মন মাংস লুটেরচর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ করা হবে ।
এই সময় উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়নের জনতার চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক হাউদ, লুটের চর ২নং ওয়ার্ড সদস্য জনাব জাহিদুল ইসলাম গাফফার, বাদামতুলির বিশিষ্ট ব্যবসায়ী জনাব মজিবুর রহমান, সাবেক মেম্বার জনাব আলাউদ্দিন হাউদ,আবু তাহের সরকার, রেজাউল সরকার, স্হানীয় আর গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।