ওসমান গনি,স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর আঃ রহমান মোল্লার বাড়ি সংলগ্ন সরকারি জায়গায় লুটেরচর ও দড়ি লুটেরচরের জনগণ দড়ি লুটেরচর থেকে সদার গুদারা ঘাট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা যা সোনার চর মৌজায় অবস্থিত যা দুূদ মিয়া সড়ক নামে পরিচিত এবং বোরো চকের খালটি পূর্ণ উদ্ধারের জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদের সভাপত্বিতে আলোচনা সভা আয়োজন করা হয়। এলাকাবাসীর প্রানের দাবি রাস্তাটি বি,এস,রেকর্ড থাকা সত্ত্বেও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জোর পূর্বক ভাবে দখল কর বালি ভরাট করে। অন্য দিকে বোরো চকের খালটি ও বালি ভরাট করে। মেঘনা -চট্টগ্রাম মহাসড়ক টি দূঘটনা প্রবন এলাকা। এই দুর্ঘটনা থেকে বাচার জন্য বিকল্প রাস্তা হিসেবে দুধ মিয়া সড়ক ব্যবহার করতে চায় এলাকার সাধারণত জনগন ।
এলাকাবাসী জানায় যদি আমাদের দুধ মিয়া সড়ক উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা শান্তি পূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন, লুটেরচর মফিজুল ইসলাম দুধ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জনি সাহেব,বিশিষ্ট ব্যবসায়ী মুকবুল হোসেন, সাজেন্ট অবঃ আঃ অদুদ জিন্নাহ, লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জনাব মোজাম্মেল হক হাউদ, মেঘনা উপজেলা তাতী লীগের সদস্য সচিব মহসিন, রেজাউল সরকার, মাহিন স্যার প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন