সুপ্রিয় শিক্ষার্থী,
যারা মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছো, তোমরা নিশ্চয় জানো, ভর্তি শুরু হচ্ছে আগামী ৮/৫/২২ থেকে। ভর্তির সময়ে নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে:
১. এম.বি.বি.এস ভর্তি পরীক্ষার এপ্লিকেশনের মূল কপি (Color Print)
২. এম.বি.বি.এস ভর্তি পরীক্ষার এপ্লিকেশনের মূল প্রবেশপত্র (Color Print)
৩. এম.বি.বি.এস ভর্তি পরীক্ষার ফলাফলের মূল কপি (Result Copy) (Color Print)
৪. এস.এস.সি বা সমমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশীট
৫. এস.এস.সি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র
৬. এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশীট
৭. এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র/প্রশংসা পত্র
৮. জেলা কোটার দাবীর ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র
৯. ৬ (ছয়) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি
১০. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদপত্র ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসকের সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
১১.
ক. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণলয় গঠনের পর থেকে মাননীয় মন্ত্রী /প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদপত্র।
খ. মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫, তারিখ ১৮/১০/২০২২ খ্রি.- এ জারীকৃত বিধিবিধান অনুসরণ করা হবে।
১২. ও লেভেল এবং এ লেভেল পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত মূল নম্বরপত্র ও সনদপত্র/প্রশংসাপত্র অবশ্যই নিরীক্ষান্তে জমা রাখতে হবে।
ভর্তি ফরম সংগ্রহ করার পর পূরণ করে কাগজপত্র জমা দেওয়ার পর কাগজপত্র যাচাইবাছাই এবং স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষা খুব সাধারণ একটা প্রক্রিয়া। এটা নিয়ে কোন ধরণের দুশ্চিন্তার প্রয়োজন নেই। তোমরা একটু কষ্ট করে ভর্তির দিনের আগেই তোমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রেখো।
সবার জন্য শুভকামনা রইলো। সবার ঈদ ভালো কাটুক।
খবর সম্পর্কে মন্তব্য করুন