
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটে দূর্ভোগ চরমে, গাড়ী ও যাত্রী পারাপার ব্যাহত।জরুরী মেরামতের জন্য ৮ জুলাই সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে। দূর্ভোগ লাগবে স্থায়ী সমাধানে দ্রুত সেতু বাস্তবায়নের দাবী জনসাধারনের।
৬ জুলাই (বৃহষ্পতিবার) সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী বাগেরহাট মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় বাগেরহাট সড়ক বিভাগের অধীন সাইনবোর্ড-মোরেলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী (আর ৭৭৩) আঞ্চলিক মহা-সড়কের মোরেলগঞ্জ ফেরিঘাটের ছোলমবাড়ীয়া প্রান্তের ঘাট জরুরী মেরামত কাজের জন্য ৮ জুলাই শনিবার সকাল ৬ টাকা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে।
শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ফেরিঘাটের ছোলমবাড়ীয়া প্রান্তে ফেরির সংযোগ সেতুটি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ সময় সংযোগ সেতুটির উপরে দেড় থেকে ২ ফুট জোয়ারের পানিতে সংযোগ সড়ক এবং পুলটি জোয়ারের সময় ফেরির সংযোগ সেতু পানিতে তলিয়ে গেলে একটি রোগীবাহী এ্যাম্বুলেঞ্চের ইঞ্জিন বিকল হয়ে অসহনীয় দূর্ভোগের কবলে পরে।গাড়িটি স্থানীয়দের সহায়তায় সংযোগ পুল থেকে গাড়িটি সড়কে উঠতে সক্ষম হয়। যাত্রী সাধারন ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রাকৃতিক দূর্যোগ ও বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ারে এ সমস্যার সম্মূখীন হচ্ছে ফেরি পারাপাররত গাড়ী ও যাত্রী সাধারন। বছরে কয়েকবার ফেরিঘাটের উভয় পাড়ে সংস্কার কাজে সাময়িক সমাধান হলেও হচ্ছে না স্থায়ী কোন সমাধান।
সাইনবোর্ড-বগী আঞ্চলিক এ মহা-সড়কের পানগুছি নদীর ছোলমবাড়ীয়া-বারইখালী ফেরিঘাটটি বর্তমানে ব্যস্ততম ঘাটে পরিনত হলেও থামছে না দূর্ভোগ। ২০১৭ সালের ২৮ মার্চ ছোলমবাড়ীয়া খেয়াঘাটে মর্মান্তিক ট্রলার ডুবিতে প্রাণ হানির ঘটনার পর থেকে সাধারন যাত্রীরাও এখন ফেরিতে পারাপার হচ্ছে। এছাড়াও পদ্মাসেতু বাস্তবায়নে ঢাকা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন, এ্যাম্বুলেন্স, মালামাল নিয়ে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের সংখ্যা বেড়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবী পানগুছি নদীর উপর প্রস্তাবিত সেতু দ্রুত বাস্তবায়নই এ দূর্ভোগের স্থায়ী সমাধান।
এ বিষয় জানতে চাইলে স্হানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন,পানগুছি নদীর উপর সেতু বাস্তবায়নে ইতিমধ্যে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দ্রুত সময়য়ের মধ্যে প্রকল্প পরিচালক (পিডি) ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাগন প্রকল্পস্থান পরিদর্শন করবেন এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।