
বগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে মো. ডালিম শেখকে আহবায়ক ও মো. শাফিকুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করা হয়।
(২১ জুলাই), শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. মুনসুর আলী শেখ ও সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নে মৎস্যজীবী লীগের নব গঠিত কমিটিতে ১ জন আহবায়ক ও ৭ জনকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর যুগ্ম-আহবায়কগন হলেন যথাক্রমে- মোঃ দুলাল শেখ, মোঃ মজলু তালুকদার, মোঃ জামাল শেখ, মোঃ সোহেল তালুকদার, মোঃ মোতালেব ফকির ও মোঃ ফোরকান তালুকদার।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গঠনতন্ত্র ধারা ৭.২ জ) গঠন প্রণালী মোতাবেক ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। নব গঠিত এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সকল ওয়ার্ড পর্যায় কমিটি গঠন করে কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির জন্য উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে আবেদনের শর্ত দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
নব গঠিত এ কমিটির নেতৃবৃন্দ বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য স্বাক্ষাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতারণ করেন।