ওই নারীর নাম আসমা বেগম((২৭) । তিনি রংপুর সদরের দামুদরপুর এলাকার মামুন মিয়ার স্ত্রী।
সোমবার সন্ধা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রংপর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রংপুর নিউ মোটর মালিক সমিতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বদরগঞ্জ থেকে রংপুর আসছিল। অন্যদিকে রংপুর থেকে মোটরসাইকেল যোগে মামুন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে সাইড দিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই অন্তঃসত্বা নারী নিহত হন। আহত অবস্থায় ওই নারীর স্বামীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, বাসটি আটক করেছে এলাকাবাসী । তবে বাসের চালক পালিয়ে গেছে। কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন