মোঃ রয়িসুল সরকার রোমন (স্টাফ রিপোর্টার):
গত ১০ মে ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় রংপুর রেঞ্জের ডিআইজি’র সম্মেলন কক্ষে রংপুর ডিআইজি মোছাঃ আবদুল আলীম মাহমুদ সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে এপ্রিল/২৩ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়। বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে এপ্রিল/২০২৩ মাসে শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব আমিনুর ইসলাম, এসআই, বিট নং-০৩, তারাগঞ্জ থানা, রংপুর। ডি আই জি রংপুর রেঞ্জের পক্ষে শ্রেষ্ঠ বিট অফিসার এর পুরস্কার তুলে দেন রংপুর জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব ফেরদৌস আলী চৌধুরী।
এছাড়াও গত ১৫ মে ২০২৩ ইং বিকাল ০৪.০০ টায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় এপ্রিল-২০২৩ মাসে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায়, মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় এবং এপ্রিল-২০২৩ মাসে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য অত্র জেলার পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম এর মাধ্যমে বিট এলাকার আইন শৃংখলা রক্ষায় এপ্রিল /২০২৩ খ্রি: মাসে শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার তারাগঞ্জ থানায় কর্মরত এস আই জনাব আমিনুর ইসলাম কে ক্রেস্ট তুলে দেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব মো: ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ মহোদয়গণ।
বিট পুলিশিং ও কমিনিউটি পুলিশিং কার্যক্রম এর মাধ্যমে নিজ বিট এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানে রংপুর রেঞ্জ ও রংপুর জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত করায় রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়।
তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মো: জহুরুল হক বলেন, এসআই আমিনুর ইসলাম খুবই মেধাবি ও সাহসি পুলিশ অফিসার। জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হওয়ায় তাকে অভিনন্দন ও শুভ কামনা রইলো।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: মোস্তাফিজার রহমান, এসআই আমিনুর ইসলাম রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এভাবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে আমি সার্বিক সহযোগিতা করবো।
খবর সম্পর্কে মন্তব্য করুন