রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের কমিটিতে জামাত – শিবিরের রাজনীতিতে জড়িত ব্যক্তিকে অন্তর্ভুক্ত ও টাকার বিনিময়ে পদ প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৯০ দশকের ত্যাগি ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কাউনিয়া বালিকা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হলরুমে লিখিত বক্তব্যে পাঠ করেন ৯০ দশকের কাউনিয়া কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাইফুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা,টেপামধুপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী,যুবলীগ নেতা,ইউসুফ আলী,আব্দুল গফফার, প্রমুখ।
এসময় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ তুলেন শহীদবাগ ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডে নিজের আত্নীয় স্বজনকে সভাপতি ও সম্পাদক পদ প্রদান করেন, সাধারণ সম্পাদক পদ ব্যাবহার করে তিনি উপজেলার ৬ টি প্রতিষ্ঠানের সভাপতি পদে আছেন, বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে নিরীহ লোকের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন এছাড়া ২০২১-২০২২ অর্থ বছরে শহীদবাগ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সরকারি এবং দলীয় সমস্ত প্রকল্প তার নিজের নামীয় মসজিদে বরাদ্দ দেন। যা সরকারী নিয়ম বহিভূত।
এসময় নব্বই দশকের সাবেক ছাত্রলীগের নেতারা ১২ ফেব্রুয়ারীর উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল করে নতুন কমিটির দাবী জানান।
Leave a Reply