রংপুরের কাউনিয়া উপজেলায় শিবির ক্যাডার নিজ ভাই আবদুর রউফ কে ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি পদ প্রদান, পদ বানিজ্য ও আত্নীয়করন সহ নানা অপকর্মের মদতদাতা উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আবদুল হান্নান এর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) ৯০ দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নব্বই দশকের ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আশরাফুল আলম, আব্দুস সালাম, মিজানুর রহমান মিজান ,আবু ফেরদৌস মোঃ মহসীন হিরা, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, হারাগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইউপি সদস্য মোজাম্মেল হক, শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল,শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা আওয়ামীলীগের বর্তমান ইউনিয়ন কমিটি বাতিল করে, পদবঞ্চিত দুঃসময়ের কান্ডারী, তৃনমূল আওয়ামীলীগের সদস্যদের যারা বিরোধী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে মামলা-হামলায় জর্জরিত হয়ে আওয়ামীলীগের নীতি ও আদর্শ কে সমুন্নত রেখেছেন তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবী জানান।
Leave a Reply