স্টাফ রিপোর্টারঃ
ক্ষমতাসীন দলের লোকেরাই যেন বেহেশতে আছেন। আর দেশের বাকি মানুষগুলো যেন দোজখের আগুনে জ্বলছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
জিএম কাদের বলেন, যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, সেখানে শুধু লুটপাটের জন্যই মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। মেগা প্রকল্প মানেই মেগা লুটপাট। দেশের বেশিরভাগ মানুষ টাকার অভাবে ঠিকমতো বাজার করতে পারছে না। বিপরীতে অন্য একটি অংশ দেশে টাকা রাখার জায়গা পাচ্ছে না। তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
জাপা চেয়ারম্যান বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল দেশ। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারছে না সরকার। হুমকির মুখে দেশের রপ্তানি শিল্প। রিজার্ভ সংকট, টাকার অবমূল্যায়ন ও বিদ্যুতের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে কৃষকের সেচ ব্যবস্থাপনা। আবার সারের মূল্যবৃদ্ধির কারণেও ব্যাহত হচ্ছে খাদ্যশস্য উৎপাদন। এ নিয়ে সরকারের যেন কোনো মাথা ব্যথা নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলেও এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। কারণ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনই প্রমাণ করে- কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও সরকারি দলকে খুশি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন অনিয়মকেই নিয়মে পরিণত করে। আমরা দাবি করছি, নতুন তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। কোনো জালিয়াতির নির্বাচন আমরা মেনে নেবো না।
Leave a Reply