সোহেল রানা,রাজারহাট(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ আজিজুল হক(৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।
তাকে হত্যার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। এব্যাপারে রাজারহাট থাসায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়,গত রোববার (১৪মে) সন্ধ্যায় পথচারিরা উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীহাটের পূর্বদিকে মাঠে এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। এলাকাবাসীরা ছুটে এসে লাশ একই গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে আজিজুল হক (৬৫) বলে জানা যায়।
খবর পেয়ে সাড়ে ১০টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করে। লাশের শরীরের আঘাতের চিহৃ রয়েছে। এসময় পুলিশ হত্যার অভিযোগে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে মাহফুজার রহমান (৩২)কে আটক করে।এলাাকাবাসী ও পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে,মাহফুজার রহমানের সাথে হত্যাকান্ডের শিকার আজিজুল হকের দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়েছিল। সেই জের ধরে মাহফুজার তার লোকজন দিয়ে আজিজুলকে হত্যা করতে পারে।
এ এব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান,
মামলার বাদী হয়েছেন নিহত বৃদ্ধের ছোট ভাই মোঃ ইদ্রিস আলী খন্দকার। মামলা নং-১৬ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সন্দেভাজন আটক যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন