
সোহেল রানা,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
রাজারহাটে জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নামে অনুমতি বিহীন বিল বোর্ডে ভুয়া পদ-পদবী করে প্রচার করায় সাবেক উপজেলা শাখা কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ।
রবিবার রাজারহাট উপজেলা শাখা জাতীয় যুব সংহতি’র আহবায়ক নবনির্বাচিত আহবায়ক মোহাম্মদ আলী রঞ্জু বাদি হয়ে রাজারহাট থানা একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন ইতিপূর্বে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটি রাজারহাট উপজেলা যুব সংহতির কমিটি ঘোষণা করেছিলেন। বর্তমানে সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে কুড়িগ্রাম জেলা যুব সংহতি নেতৃবৃন্দ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন। নতুন উপজেলা কমিটি ঘোষণা হলেও সাবেক আহবায়ক যুব সংহতির পদ-পদবী ব্যবহারসহ নিজের মুঠোফোনে আহবায়ক পরিচয়ে লিপ্ত হয়েছেন। ইহাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি বর্তমান কমিটিতে সদস্য পদে নেই।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ হিল জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,এটি সাংগঠনিক বিষয়। দলীয় নেতাকর্মীরা বসেও সমাধান করতে পারেন। বিষয়টি আমরা তদন্ত করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহন করা হবে।