
সোহেল রানা, রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দূর্নীতি দমন কমিশনের সহকারী উপ-পরিচালক মোঃ মামুন আলী মন্ডল,রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন,অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু সাইদ। সভাপতিত্ব করেন,সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজারহাট মোঃ হবিবর রহমান (হবি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের ছাত্রী এবং সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজারহাটের সাধারণ সম্পাদক এস এ বাবলু ও দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক মোঃ মারফিদুল হক।