
সোহেল রানা,রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শনিবার ২৪ জুন রাত ৯ টার দিকে ৪ কেজি গাঁজা সহ রতন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। রবিবার ২৫ জুন পুলিশ তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, উপজেলার সিঙ্গের ডাবরীহাট বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে শনিবার ২৪ জুন রাত ৯টার দিকে অভিনব কায়দায় আমের খাঁচার ভেতরে লুকানো ৪ কেজি গাঁজা বহন করে কুড়ারপাড়গামী একটি ইজিবাইক করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ইজিবাইকটি থামিয়ে ৪ কেজি গাঁজা সহ গাঁজা ব্যবসায়ী রতন মিয়া (৫২) কে আটক করে। এ ঘটনায় ওই রাতেই রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে মামলা নং-১৮।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন,
কিছুদিন পূর্বেও গাঁজার বড় চালান সহ রতন রাজারহাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে আবারো জমজমাট মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে রতন।