
মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোছাঃ ছালেহা বেওয়া, ৭৪ বছর বয়সী বিধবা ও বৃদ্ধা। বাড়ি রাজারহাট থানার উমরমজিদ ইউনিয়নে। স্বামী মারা যাবার পর তার সারা জীবনের সঞ্চয় ১ লক্ষ ৪০ হাজার টাকা সেটিও জোড়পূর্বক কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন নিজের সন্তান জাবেদ আলী ও সাদেক আলী এবং তাদের স্ত্রী দ্বয় জেসমিন বেগম ও স্বপ্না বেগম।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিধবা বৃদ্ধা ছালেহা বেওয়ার অভিযোগ আমলে নিয়ে সন্তানদের ও প্ররোচণা দানকারী বউদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে মায়ের জমি-জমা যা ছিল সবই তার তিন সন্তান নানাভাবে নিজের নামে লিখে নেন এবং সর্বশেষ তার সারা জীবনের সঞ্চয় ১ লক্ষ ৪০ হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় সন্তানরা।
নিয়মিত সন্তান ও বৌরা মিলে প্রায়ই মানসিক ও শারিরীক নির্যাতন করত। পিতামাতার ভরণপোষণ আইন এর আলোকে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বৃদ্ধার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।