
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে শুকুর আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের তিনতেলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শুকুর আলী রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের তিনতেলী গ্রামের মজিবর মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে খালে পাট ধুতে যান শুকুর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান । পরে আশপাশের লোকজন তার মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, শুকুর আলী নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।