সোমবার (৩অক্টোবর) মহা অষ্টমীতে জনাব মোঃ আবু জাফর,লালমনিরহাট জেলা প্রশাসক, এবং পুলিশ সুপার জনাব :মোহাম্মদ সাইফুল ইসলাম,লালমনিরহাটের হাতিবান্ধা থানা ও কালীগঞ্জ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং মন্ডপ গুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
হাতিবান্ধা থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোতাহার হোসেন ( এমপি) ।
পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান।
পূজা মন্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের সাথে জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় কথা বলেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌহিদুর রহমান , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,লালমনিরহাট।
উভয় থানার নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
খবর সম্পর্কে মন্তব্য করুন