আবির হোসেন সজল, লালমনিরহাট :
রবিবার (৯ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন এলাকায় তিস্তা নদীতে নৌকা যোগে ১৪-১৫ জন কৃষক নদী পারাপারের সময় এঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ। শফিকুল ইসলাম নামের একজনকে উদ্ধার করেছে ডুবুরি দল।
নিখোঁজ ব্যাক্তিরা হলেন সিংগিমারী ইউনিয়নের দঃগড্ডিমারী এলাকার খাদু শেখের ছেলে শফিকুল ইসলাম শফিজ, জুলাই শেখের ছেলে আহিদুল ইসলাম ও দমিজ উদ্দিনের ছেলে ফজলুল হক।
উদ্ধার কাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিস রংপুরের ৬ সদস্য বিশিষ্ট ডুবুরি দল।
এ বিষয়ে ওয়াদুদ হোসেন উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স লালমনিরহাট জানান, ফায়ার সার্ভিস রংপুরের ৬ সদস্য বিশিষ্ট ডুবুরি দল কাজ করছে।আমরা উদ্ধার হওয়া না পযন্ত কাজ চালিয়ে যাব।তবে একজনকে উদ্ধার করা হয়েছে তার নাম শফিকুল ইসলাম।