
আবির হোসেন সজল, লালমনিরহাট:
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এরশাদুল আলম এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ২২ জুন দিবাগত রাত্রে লালমনিরহাট থানাধীন ০৮নং গোকুন্ডা ইউনিয়নের পশ্চিম গুড়িয়াদহ মৌজাস্থ খালেক মোড় এলাকায় মোঃ রাজার মাছ চাষের প্রজেক্ট বিল্ডিং ঘরের ভিতর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬ জন জুয়াড়ুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট থানার একটি মামলা দায়ের করেন যাহার নং-৪০, তারিখ- ২৩/০৬/২০২৩খ্রিঃ, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ১। খোলা তাস ১৪৪ পিচ, ০৩টি তাসের খোলা প্যাকেট, ২। নগদ ২,৫২০/-(দুই হাজার পাঁচশত বিশ) টাকা, ৩। চটের বস্তা ০১টি, ৪। পলিথিন ০১টি জব্দ করা হয়।
লালমনিরহাট থানার এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মাহামুদার, এএসআই (নিঃ) মোঃ আঃ হাকিম, এএসআই (নিঃ) গৌতম কুমার রায়, এএসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ মোবাইল টিম উক্ত অভিযানে অংশগ্রহন করেন।