
আবির হোসেন সজল, লালমনিরহাট:
লালমনিরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের মামলার সহযোগী আসামি সোয়াইব সরকার সজীবকে (১৯) সদর উপজেলার হারাটী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সোয়াইব সরকার সজীব সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ি এয়ারপোর্ট এলাকার কাশেম আলীর ছেলে।
গত শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদরের এয়ারপোর্ট এলাকার ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামে এক যুবক লালমনিরহাট মজিদা খাতুন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দুই বছর ধরে তাদের এ সম্পর্ক চলছে। একপর্যায়ে শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক সোহাগ। সেখানে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এরই মধ্যে সোহাগের দুই বন্ধুও সেখানে উপস্থিত হয়ে তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, গ্রেফতার সজীবকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করা হবে।