
মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগরে এনতাজুল ইসলাম নামের একজন কৃষক বিদুৎ স্পৃষ্টে নিহত হয়েছে।
আজ বুধবার(১৯ জুলাই) সদর উপজেলার মহেন্দ্রনগর সাতপাটক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিদুৎ স্পৃষ্টে নিহত কৃষক এনতাজুল ইসলাম (৫৩) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার কাউয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক এনতাজুল দুপুরে তার জমিতে কাজ করছিলো।কাজা করার সময় সেখানে পড়ে থাকা বিদুৎতের তারে জড়িয়ে যায়।পরে সেখানে তিনি নিহত হন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিদুৎ স্পৃষ্টে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।