মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার লালমনিরহাট জেলায় মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫অক্টোবর) জেলা পরিষদের অডিটরিয়ামে সকাল ১১ঘটিকায় লালমনিরহাট জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অনুষ্ঠানে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি সাফিয়া খাতুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা হক কৃক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান আদিতমারী উপজেলা মহিলা লীগের সভা নেত্রী নাগীস পারভীন সহ জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ। দীর্ঘ ০৬বছর পরেলালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন স্থলে উপজেলা পর্যায় থেকে মহিলা আওয়ামীলীগের ডেলিগেট ও কাউন্সিলর দলে দলে উপস্থিত হন।প্রথম অধিবেশনে পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে। সম্মেলনে কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা হক কৃক। সার্বিক বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এডভোকেট সফুরা বেগম রুমীকে সভাপতি নির্বাচিত করেন । সাধারণ সম্পাদক পদে মহসিনা বেগম মিনাকে নির্বাচিত করা হয় যুগ্ন সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মাসুমা ইয়াসমিন এর নাম ঘোষণা করা হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন