
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়ায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে নড়িয়ার রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব। উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো. ফজলুল হক, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আলেম মাদবর, স্কুলের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছের হোসেন সবুজ প্রমূখ। এসময় প্রায় তিন শতাধিক ফলজ, বনজ, ঔষধ ও শোভাবর্ধক গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম আহসান হাবীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করতে এবং কমপক্ষে ৩টি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সারা দেশব্যাপী ১০ (দশ) লাখ বৃক্ষ রোপণ করার কর্মসূচীর গ্রহণ করেছে। শরীয়তপুরেও পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।