মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী ডোমার উপজেলায় সোনারায় ইউনিয়নে,বসুনিয়ার হাট বাজার সংলগ্ন। খাটুরিয়া উচ্চ বিদ্যালয় টি অবস্থিত। এই ইস্কুলে মোট শিক্ষার্থী এক হাজার তেইশ জন। প্রখ্যাত অঞ্চল হওয়া সত্ত্বেও অভিভাবকরা স্কুলে ছাত্রছাত্রীদেরকে আসার জন্য অনুপ্রেরণা জাগায় ।শত অভাব দুঃখ কষ্টের মাঝেও ঐ এলাকার শিক্ষার্থীরা পড়াশুনাকে মূল্যায়ন করে স্কুলে এসে পাট দান ন্যায় ।এবছর ৯৪ ভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মোট ১১১ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করলেও পরীক্ষা দেন ১০৮ জন শিক্ষার্থী তার মধ্যে ৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বিষয়ে কথা বললে খাটুরিয়া উচ্চ বিদ্যালয় এর ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন শাহ্ বলেন, আমাদের স্কুল গ্রাম এলাকায় হলেও, এখানকার পড়ালেখার মান অনেক সময় শহরের স্কুলকে হার মানায় । যদি আমরা ২০২০/২০২১ অথ বছরে করোনা মহামারীর মধ্যে না পড়তাম তাহলে আমাদের প্রতিষ্ঠান আরো ভালো রেজাল্ট করত । আমরা আশাবাদী আগামী বছর আমাদের স্কুল প্রতিষ্ঠান শতভাগ পাসের হার থাকবে।
Leave a Reply