
জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনার রংপুর জিলা স্কুল মাঠে জনসভা সফল করতে শুভেচ্ছা মিছিল ও প্রস্তুতি সভা করেছে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন আ.লীগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা আ.লীগ কার্যালয়ে বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, একেএম জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল, উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমূখ।
সভা শেষে একটি শুভেচ্ছা মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ০২ আগষ্ট রংপুরে নেত্রীর আগমন উপলক্ষে বালাপাড়া ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বার্তা দেন।