কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৯ অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে পা-টি উদ্ধার করা হয়।
রোববার সকালে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে মাটিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চটের ব্যাগে থাকা পলিথিন ও কাপড় দিয়ে পেছানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান রোববার সকালে খবর পেয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে পা-টি উদ্ধার করে রংপুর মেডিকেল ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে এছাড়া প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানার বার্তা পাঠানো হয়েছে।
Leave a Reply